বাংলার কাগজ ডেস্ক : আগামী দুই-তিন দিনের মধ্যে ডলার সংকট সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে বিষয়টি সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব সেটা নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে।’