সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো ঘরবাড়ি থেকে পানি নামেনি। বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের বাড়ি ফিরে যাওয়ার খবর পাওয়া যায়নি।
অন্যদিকে জকিগঞ্জের ত্রিগাঙের মোহনায় বাঁধ ভেঙে কুশিয়ারার তীরবর্তী বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জকিগঞ্জ সহ আশপাশের উপজেলায়।
তবে উজানে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বিভিন্ন উপজেলা ও নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। ফলে কৃষকের ঘরে দেখা দিয়েছে খাদ্যের অভাব। বাড়ি-ঘর প্লাবিত হওয়াতে গো খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় আক্রান্তদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরণের রোগ বালাই। বিভিন্ন উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে চিকিৎসা সেবা নিতে পারছেন না বন্যা আক্রান্তরা।
অন্যদিকে সরকারি হিসেবে সিলেটে ২০ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। বন্যাদুর্গতদের জন্য সরকারের তরফ থেকে যেসব বরাদ্দ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। বন্যা আক্রান্তদের মধ্যে ত্রাণের জন্য হাহাকার তৈরি হয়েছে।
চলতি মাসের ১১ মে থেকে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়। ধীরে ধীরে বন্যা বৃদ্ধি পেয়ে সিলেট মহানগরেরও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এক এক করে মহানগরীর প্রায় ২০ টি ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। নগরীর বেশকিছু লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই অনহারে অর্ধাহারে দিনপাত কাটাচ্ছেন।
এদিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। সিলেট নগরীর নিচু এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহর, ঘাসিটুলা, মাছিমপুর, ছড়ারপার, তালতলা, কুয়ারপার, মেন্দিবাগ, কামালগড়,চালিবন্দর, যতরপুর, সোবহানিঘাট, কালীঘাট, শেখঘাট, তালতলা, জামতলা, মাছুদীঘিরপার, রামের দিঘীরপার, মোগলটুলা, খুলিয়া টুলা, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, ভার্থখলা, মোমিনখলা, পিরোজপুর, আলমপুর ও ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে পানি উঠে। এসব এলাকায় অনেক বাসা-বাড়িতে কোমর সমান পানি। বাসা-বাড়িতে পানি উঠায় মানুষ অবর্ণনীয় কষ্টে রয়েছেন। বন্যার পানির কারণে অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। পানি কমতে শুরু করলেও এখন পর্যন্ত কাউকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে দেখা যায়নি।
সিলেট নগরীর বর্ধিত এলাকার বাসিন্দারা বন্যার পানিতে চরম দুর্ভোগে সময় পার করছেন । টুকেরবাজার এলাকায় সিলেট- সুনামগঞ্জ সড়কে পানি উঠেছে। পানি কমতে শুরু করলেও শুক্রবার রাত পর্যন্ত সড়কে পানি ছিল।
সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম জানান, সকাল থেকে অল্প অল্প করে পানি কমছে। এভাবে পানি নামলে ঘর বাড়ির পানি নেমে নদীতে যেতে আরো দু একদিন লাগতে পারে।
সিলেট নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা সুনীল সিংহ জানান, তার ঘরে কোমর সমান পানি ছিল, আজ (শনিবার) সকাল পর্যন্ত আধ হাতের মত কমেছে। এভাবে ধীরে ধীরে কমলে দুর্ভোগ আরো বাড়বে বলে জানান তিনি।
অপরদিকে সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হাটখোলা ও জালালাবাদ ইউনিয়নে পানিবন্দি হয়ে রয়েছেন ৯০ ভাগ মানুষ।
সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, সরকার থেকে তারা যা পাচ্ছেন সবই বিলিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে ৩০৫ মেট্রিকটন চাল, নগদ ১৫ লক্ষ টাকা ও প্রায় সাড়ে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ আসবে।
সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার জানান, বন্যা প্লাবিত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্গত এলাকায় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জের ত্রি মোহনার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেছি। তাদের দুর্ভোগ স্বচক্ষে দেখেছি। পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাদের ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে আরও বেশি করে যাতে সহায়তা করা যায় সে ব্যাপারে কথা বলবো। আর ত্রি মোহনার বাঁধের স্থায়ী সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শুক্রবার দিনভর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের তালিকা করেন। তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান মেয়র।