অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের শেয়ারবাজারে মঙ্গলবার (২ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টি কোম্পানির। দরপতন হয়েছে ৩৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৯৭৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩১৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৭৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ৬৩টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।