1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাইসির মৃত্যু: ইসরায়েলের দিকে সন্দেহের তির বঙ্গবন্ধু শান্তি পদক চালু, স্বর্ণ পদকের সঙ্গে পুরস্কার কোটি টাকা ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা হেলিকপ্টার দুর্ঘটনা: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন নালিতাবাড়ীতে বিনা উদ্ভাবিত ধানের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত ঘুমের ঘোরে একা ঘরে পুড়ে অঙ্গার হলেন বৃদ্ধা হেলিকপ্টার দুর্ঘটনা: জীবিত উদ্ধারের আশা কমছে রাইসির বান্দরবানে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৩ কেএনএফ সদস্য নিহত বান্দরবানে ব্যাংক ডাকাতি ও সরকারি অস্ত্র লুটের প্রতিবাদে মানববন্ধন

চিকিৎসার ভার নিতে পারছেন না নুররা, সাহায্যের আবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

বাংলার কাগজ ডেস্ক : ডাকসু ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের উপর হামলায় আহতদের চিকিৎসা খরচ বহনে সাহায্য চাওয়া হয়েছে।

আহতদের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে আহতদের পরিবার ও সংগঠনটি। তাই শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, শিক্ষক অভিভাবকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনের নেতারা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইতোমধ্যে অনেকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। তবে ভিপি নুর, যুগ্ম আহবায়ক ফারুক হাসান ও এপিএম সুহেল, নুরের ভাই আমিনুল এবং তুহিন ফারাবীসহ অনেকে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ৮/৯ জনের দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টের প্রয়োজন বলে ডাক্তার জানিয়েছেন। তুহিন ফারাবীর সংকটাবস্থা এখনও কাটেনি। তার অবস্থা গুরুতর।

রাশেদ জানান, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক এপিএম সুহেলের অবস্থা গত মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই অবনতি হয়। নুর মাঝেমধ্যে বমি করছেন। তার হাত ও কোমরের প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন। রাতে ঘুমাতে পারছেন না। সংগঠনের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলামের দুই চোখে প্রচণ্ড রকমের আঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। সংগঠনের ঢাকা কলেজের যুগ্ম-আহবায়ক নাজমুল ইসলাম। তার মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। তার হাত ভেঙে দেয়া হয়েছে। তার অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফারুক হাসান। তার হাতের একটা শিরা আঘাতে ছিড়ে গেছে। তার বাম কানেও প্রচণ্ড আঘাতের কারণে শুনতে পাচ্ছেন না। তার অবস্থাও দিনে দিনে অবনতি হচ্ছে। ভিপি নুর এর ছোট ভাই আমিনুল ইসলামের অবস্থাও গুরুতর।

তিনি বলেন, হামলায় আহতদের চিকিৎসা খরচ বহনে হিমশিম খাচ্ছি আমরা, প্রতিদিন অনেক খরচ হচ্ছে। আহতরা সবাই নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসা, আমরা চাচ্ছিলাম আহতদের পরিবার এই খরচ বহন না করুক।

হামলায় আহতদের চিকিৎসার খরচ অত্যন্ত ব্যয়বহুল জানিয়ে শুভাকাঙ্ক্ষী, বড় ভাই, শিক্ষক অভিভাবকদের বিষয়টি আমলে নিয়ে দ্রুত পাশে দাঁড়ানোর অনুরোধ জানায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা

বিকাশ নম্বরসমূহ :
বিকাশ RTL ০১- 01743257527
বিকাশ SKL ০২- 01758821025
বিকাশ SHRB ০৩- 01747747755
বিকাশ MHFZ ০৪- 01997549544
বিকাশ HNF ০৫- 01772400567

রকেট নম্বরসমূহ :
রকেট TRK ০১- 017255459505
রকেট SHRB ০২- 017477477558
রকেট SKL ০৩- 017588210258
রকেট MMN ০৪- 018196036143

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর :
Account No : 1731510161197
Name : Nahidul Islam
Branch Name : Bhairab Bazar
Bank name : Dutch Bangla Bank ltd.

পেপাল_ নম্বর :
kabircse115@gmail.com

নিশ্চিতকরণ নম্বর :
(আল আমিন – কেন্দ্রীয় কমিটি) 01628592706

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!