1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০২ জুন ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

কংগ্রেস থেকে বের করে দেওয়া হলো চীনের সাবেক প্রেসিডেন্টকে

  • আপডেট টাইম :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসের সমাপনী অনুষ্ঠান থেকে অপ্রত্যাশিতভাবে বের করে দেওয়া হয়েছে। শনিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের প্রধান অডিটোরিয়ামে এ ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন হু জিনতাও। শনিবার ৭৯ বছরের হু মঞ্চে তার উত্তরসূরি শি জিনপিংয়ের বাম দিকে বসেছিলেন। একজন স্টুয়ার্ড বারবার হুকে তার আসন থেকে উঠানোর চেষ্টা করছিলেন। কাছাকাছি বসে থাকা অনেক কর্মকর্তার মধ্যে বিষয়টি উদ্বেগের সৃষ্টি করে। ডান দিকে বসা চীনের শীর্ষ আইনপ্রণেতা লি ঝানশু একপর্যায়ে হু-এর ফাইলটি স্টুয়ার্ডকে দেন। হু শেষ পর্যন্ত উঠে দাঁড়ানোর পরে একটি কাপড় দিয়ে তার মাথা মুছেন।

এরপরও বিষন্ন হু কয়েকবার স্টুয়ার্ডকে প্রতিহতের চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি চেয়ার থেকে উঠে দাঁড়ান। যাওয়ার পথে তিনি শি-এর সাথে কথা বলেন এবং শি-এর ডানদিকে উপবিষ্ট প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাঁধে চাপ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!