1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

ফিলিপাইনে টাইফুন ফ্যানফোনের আঘাত, বহু হতাহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ফ্যানফোন। এতে দেশটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন।

বুধবার বড়দিনের উৎসবের মধ্যেই দেশটির বেশ কিছু গ্রাম ও কেন্দ্রীয় ফিলিপাইনের পর্যটন এলাকায় ১৯৫ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হানে। টাইফুনে ঝড়-প্রবণ অঞ্চলে ঘরবাড়ি এবং গাছপালা ধ্বংস হয়ে গেছে এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে শহরগুলো।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারেরও বেশি মানুষকে স্কুল, জিম এবং সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে। ফেরি পরিষেবা বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারও পর্যটক। বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাছপালা উপড়ে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট বোরাকে। অনেক মানুষ বন্যার পানিতে ঘরের মধ্যে আটকা পড়েছেন।

ফিলিপাইন প্যাসিফিক ঘূর্ণিঝড় বেল্টের প্রধান একটি অঞ্চল। প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে দেশটিতে। ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংকের একটি গবেষণায় দেখা গেছে, ঝড়ের কারণে ফিলিপাইনের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক কমে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com