1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

নারীর যে ৫ আচরণ সহ্য করতে পারেন না পুরুষ

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

লাইফস্টাইল ডেস্ক : কথায় বলে, পুরুষরা নারীর প্রেমে ভাসেন। এটি পুরুষের স্বাভাবিক প্রবৃত্তি। তারপরও পুরুষের কিছু পছন্দ-অপছন্দ রয়েছে। এই বিষয়টি অনেক নারীই ভুলে যান। এমন কিছু কাজ তারা করেন যার ফলে পুরুষের মন থেকে দূরে চলে যেতে হয় তাদের।

পুরুষের ভাবনা অনেকটা সহজ সরল। জীবনকে সহজভাবে দেখেন তারা। অন্যদিকে কিছু নারী রয়েছেন যারা নিজেদের বাইরে কাউকে নিয়ে ভাবেন না। পুরুষ সঙ্গীটি তাকে নিয়ে কী ভাবছেন তা নিয়ে মাথা ঘামান না। নারীদের কিছু আচরণ পুরুষ একদমই পছন্দ করেন না। এমন কিছু আচরণ সম্পর্কে জানুন-

 

woman

মিথ্যা বলা

যেকোনো মানুষই মিথ্যে বলা পছন্দ করেন না। মাঝেমধ্যে নারীরা এমন কিছু কথা বলেন যার বাস্তব কোনো ভিত্তি নেই। এই কারণে বহু সম্পর্ক খারাপ হয়ে যায়। এই বিষয়ে সতর্ক হোন। আপনার সঙ্গী যদি একবার বুঝতে পারেন যে মিথ্যা বলার স্বভাব আপনার রয়েছে, তাহলে বিশ্বাসযোগ্যতার জায়গাটি হারাবেন।

নেতিবাচক কথা বলা

দুঃখ জীবনেরই অংশ। মানুষের জীবনে যেমন ভালো সময় রয়েছে, তেমনি খারাপ সময়ও আছে। ভালো আর মন্দ সময়কে সঙ্গী করেই জীবন কাটাতে হয়। খারাপ পরিস্থিতিতে নেতিবাচক কথা বলেন এমন নারীদের পছন্দ করেন না পুরুষ। বরং তারা সঙ্গী হিসেবে এমন কাউকে চান, যিনি সব পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব বজায় রাখেন, সাহস দেন।

woman

ঝগড়া করার স্বভাব

অনেক নারীর গায়ে পড়ে ঝগড়ার অভ্যাস থাকে। কোনো কারণ ছাড়াই ঝামেলা সৃষ্টি করতে চান তারা। এমন অভ্যাস থাকলে তা বদলে ফেলুন। ঝগড়ার স্বভাব রয়েছে এমন নারীদের একদম সহ্য করতে পারেন না পুরুষরা।

ভুল করেও শিকার না করা

যেকোনো মানুষই ভুল করতে পারে। এতে কোনো অপরাধ নেই। তবে ভুল করেও তা মানতে না চাওয়া অপরাধ। অনেক নারীই এই আচরণ করে থাকেন। এমনটা একদমই পছন্দ করেন না পুরুষরা।

woman

বারবার নিজের সম্পর্কে বলা

অনেক নারীর মধ্যেই এই অভ্যাস থাকে। তারা সবার সামনে ঢাক ঢোল পিটিয়ে নিজের কথা বলতে চান। বহু পুরুষ এই আচরণ একদমই পছন্দ করেন না। তাই, আপনার মধ্যে এমন স্বভাব থাকলে তা ছাড়ুন। ভালো কিছু করলে তা এমনিই লোকের চোখে পড়বে। বারবার নিজের সম্পর্কে বলার কিছু নেই।

এই স্বভাবগুলোর কোনটি কি আপনার মধ্যে রয়েছে? তাহলে নিজেকে শুধরে নিন। এতে সঙ্গী প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন সহজে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com