আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। বর্তমানে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ৪ লাখ ২৩ হাজার ১৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী কেবল বুধবারেই দেশটিতে ২৪ হাজার ৩২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ হাজার ৪৯৫ জন। তবে একমাত্র ওয়েমিং অঙ্গরাজ্য থেকে এখনো কোনো মৃতের খবর আসেনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যেই আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১৬ জন। মারা গেছে ৬ হাজার ২৬৮ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৪৩৭ জন। মিশিগানে ২০ হাজার ৩৪৬ জন।