রংপুর: রংপুরের কাউনিয়ায় মন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়া নিয়ে বিরোধের জেরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হারাগাছ খানসামা ইমামগঞ্জ স্কুলের সামনে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া হারাগাছ নজিরদহ নয়াটারী এলাকার আব্দুল খালেকের ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার সমর্থক।
সোনা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোন্তাসির বিল্লাহ।
স্থানীয়রা জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিকেলে হারাগাছের ইমামগঞ্জ স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় মন্ত্রীকে অনুষ্ঠানস্থলে নিয়ে যেতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এবং জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থক নেতাকর্মীরা পৃথক পৃথক স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার জেরে রাতে ফের দুইগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মায়ার সমর্থক সোনা মিয়া নিহত হন। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বিকেলে বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে রাত ৮টার দিকে চাচা সোনা মিয়াকে ইমামগঞ্জ স্কুলের সামনে একা পেয়ে আওয়ামী লীগের একটি পক্ষের লোকজন বেধড়ক মারপিট করে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার চাচার মৃত্যু হয়।
কাউনিয়া থানার ওসি মোন্তাসির বিল্লাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এছাড়াও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।