শ্রীবরদী (শেরপুর) : শেরপুর- ৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশী এডিএম শহিদুল ইসলামের গণ সংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৯ মে) বিকালে ঝিনাইগাতী বাজারন্থ চৌরাস্তায় পথ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় এডিএম শহিদুল ইসলাম আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন খড়িয়াকাজির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমি মুক্তিযোদ্ধা ও কৃষক পরিবারের সন্তান। আমি মানুষকে ভালবাসতে জানি। শ্রীবরদী ঝিনাইগাতীর মানুষও আমাকে ভালবাসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি আপনাদের ভালবাসা নিয়ে নির্বাচনের জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসন উপহার দিব।
এছাড়াও তিনি বলেন, দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। পথসভা শেষে এডিএম শহিদুল ইসলাম ঝিনাইগাতী বাজারের দোকানি,ব্যবসায়ী, রিকশা ভ্যানচালকসহ সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগ করেন। পথসভা ও গণসংযোগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও সর্বস্তরে জনসাধারণ অংশগ্রহণ করে।