1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

কয়লা নিয়ে মাতারবাড়ীতে ভিড়েছে ইন্দোনেশিয়ার জাহাজ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জুন, ২০২৩

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী সমুদ্রবন্দরে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে ‘এমবিজিসিএল প্রদীপ’ নামের ইন্দোনেশিয়ার একটি জাহাজ।

বুধবার (১৪ জুন) সকালে গভীর সাগর থেকে কৃত্রিম চ্যানেল (ব্রেক ওয়াটার) দিয়ে জাহাজটি মহেশখালীর বন্দরের জেটিতে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন।

আলফাজ উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলটের নেতৃত্বে পাইলটেজ টিম জাহাজটি সতর্কতার সঙ্গে জেটিতে নিয়ে আসেন। এরপর শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম। জাহাজটি ভেড়ানোর সময় মাতারবাড়ী বন্দরের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেটিতে উপস্থিত ছিলেন।’

বন্দর কর্তৃপক্ষ জানায়, ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে প্রায় ৬৪ হাজার ৭৭০ মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ী বন্দরে এসেছে জাহাজটি। জাপানের সহযোগিতায় মাতারবাড়ীতে গড়ে ওঠা এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য গত দেড় মাসে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে চারটি জাহাজে এসেছে আড়াই লাখ মেট্রিক টন কয়লা।

এর আগে গত ১৯ মে এই বন্দরে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াই এম ইন্ডেভোয়ার’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com