পুলিশ অবশ্য বলছে ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ব্যাপক হামলা, অনাস্থা আর আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকার জন্য পুলিশ কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ায় কেউ কেউ সুযোগ নিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটায়।
গত বছর উল্লিখিত দুই মাসে ডাকাতির মামলা করা হয়েছিল ৪৩টি। এ বছর দুই মাসে ডাকাতির মামলা করা হয়েছে ১১১টি, যা আগের বছরের তুলনায় ৬৮টি বেশি। গত বছর এই সময়ে দস্যুতার মামলা করা হয়েছিল ২১২টি, চলতি বছর করা হয়েছে ২৩১টি। শিশু নির্যাতনের ক্ষেত্রে গত বছর দুই মাসে ৪৭৩টি মামলা করা হয়েছিল, এ বছরে করা হয়েছে ৫২৯টি। গত বছর দুই মাসে অপহরণের ঘটনা ছিল ৯৮টি, যা এ বছর এসে দাঁড়িয়েছে ১৬১টিতে। এটা গত বছরের তুলনায় ৬৩টি বেশি।
অন্যদিকে গত বছর সেপ্টেম্বর ও অক্টোবরে ধর্ষণের মামলা করা হয়েছিল ৮৮৪টি, যা এই বছর কমে দাঁড়িয়েছে ৭৭৪টিতে। গত বছর নারী নির্যাতনের মামলা করা হয়েছিল এক হাজার ৯৬২টি, এ বছরে করা হয়েছে এক হাজার ৮৩৩টি। গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে পুলিশ আক্রান্তের ঘটনা ছিল ১২৫টি। এ বছর সেটি কমে ৫৮টি হয়েছে।
গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সারা দেশে এক হাজার ৬৯৮টি চুরির মামলা করা হয়েছিল। এ বছর দুই মাসে মামলা করা হয়েছে এক হাজার ৩২৭টি, যা গত বছরের তুলনায় ৩৭১টি কম। গত বছর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাসে মামলা করা হয় ১২ হাজার ৬০০টি। এ বছর তা কমে পাঁচ হাজার ৯৯টিতে নেমেছে, যা গত বছরের তুলনায় সাত হাজার ৫০১টি কম। সীমান্তে চোরাচালানও কমেছে। গত বছর দুই মাসে ৫৩১টি চোরাচালানের মামলা করা হয়, এ বছর হয়েছে ৩৮৮টি।
এসব বিষয়ে সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, ‘পুলিশ এখনো অপরাধ দমনে পূর্বাবস্থায় ফিরে যেতে পারেনি। এখনো পুলিশ ট্রমার মধ্যেই আছে। স্বাভাবিক হতে না পারায় অপরাধ কন্ট্রোল করা কঠিন হচ্ছে। আগের মতো স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে। আমি মনে করি, ধীরে ধীরে বর্তমান অবস্থা কেটে যাবে। নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার অত্যন্ত দক্ষ। তারা ভালো করবে বলে আমার বিশ্বাস।’
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, অপরাধ কখনো বাড়ে, আবার কখনো কমে। এটি একটি স্বাভাবিক প্রবণতা। অপরাধের মাত্রা কমিয়ে আনতে এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।