রাজনীতি ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচন কমিশন পুনর্গঠনসহ এক দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। স্থবির হয়ে পড়েছে যান চলাচল।
বুধবার (১৯ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল ৯টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তখন থেকে ঢাকার প্রবেশমুখী সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া, পদযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন রাস্তায় চলাচলকারী যাত্রীরা।
আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড হয়ে নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় শেষ হবে।
সরেজমিন দেখা গেছে, বিএনপির পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগোচ্ছে, সেসব এলাকায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে আশপাশের অন্য সড়কগুলোতেও। ফলে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
বাসযাত্রী পলাশ বলেন, ‘আব্দুল্লাহপুর থেকে মৌচাক যাব। ঘণ্টাখানেক লাগার কথা, অথচ বাড্ডা পর্যন্ত আসতে দেড় ঘণ্টার মতো লেগে গেল। বাসে বসে আছি, করার কিছু নেই। এই গরমে নেমে যে হাঁটা ধরব, সেই উপায়ও নেই। বাধ্য হয়ে বাসের মধ্যে বসে আছি।’
আরেক যাত্রী মিজান যাবেন কাকরাইল। তিনি জানান, উত্তরা থেকে প্রতিদিন কাকরাইল গিয়ে অফিস করি। নতুন বাজার (গুলশান) পর্যন্ত অন্যান্য দিনের মতো এসেছি। কিন্তু এরপর থেকে বাস ধীরে চলছে। বাড্ডায় এসে আটকে গেলাম। কখন যে যেতে পারবো, জানি না।
বেলা ৩টার দিকে পদযাত্রার সামনের অংশ বাড্ডা পৌঁছায়। এ সময় প্রগতি সরণির একপাশের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিপরীত দিকের সড়কে যানবাহনের পরিমাণও ছিল খুব কম।
গুলশান নতুন বাজার ভাটারা থানার সামনে কর্তব্যরত পুলিশ পরিদর্শক মিজানুর বলেন, বিএনপির পদযাত্রার কারণে দুপুর ২টা থেকে এই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। পদযাত্রাটি যতক্ষণ রাস্তায় থাকবে, ততক্ষণ বাড্ডা সড়কে এ যানজট থাকবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, বিএনপির আজকের পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে এয়ারপোর্ট, কুড়িল, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ ও আবুল হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর আবুল হোটেল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রা শুরু করে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ করবে।