নালিতাবাড়ী (শেরপুর) : ‘বাংলার কৃষক-ক্ষেতমজুর এক হও’ ‘কৃষকের অধিকারে ঐক্যবদ্ধ হও’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জেলা জাতীয় কৃষক সমিতির উদ্যোগে জেলা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে পৌর শহরের আড়াইআনী বাজারস্থ জেবা কমপ্লেক্স কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কৃষক সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।
অন্যান্যের মাঝে সাংবাদিক হুমায়ুন মুজিব, সুরুজ্জামান, নাইম ইসলাম, উম্মে কুলসুম, জাকিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাপ্তির জন্য সরকারের নিকট জোর দাবী জানান। একই সাথে শেরপুর জেলার গারো পাহাড়ে বন্যহাতির তান্ডবের হাত থেকে কৃষকের ফসল রক্ষা করতে এর স্থায়ী সমাধান প্রত্যাশা করেন।