নালিতাবাড়ী (শেরপুর) : পঞ্চান্ন বছর বয়সী প্রতিবেশি দাদার ধর্ষণের শিকার হয়ে ৬ মাসের অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েছে ষোল বছর বয়সী এক কিশোরী। ওই কিশোরীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের দক্ষিণ রানীগাঁও গ্রামে। ট্রলিচালক বাবার অন্তঃস্বত্ত্বা ওই কিশোরী বর্তমানে লোকলজ্জার ভয়ে আত্মীয় বাড়ি অবস্থান করছেন। অন্যদিকে পরিবারকে আইনী আশ্রয় নিতে বাধা দিচ্ছেন স্থানীয় কতিপয় ব্যক্তি।
জানা গেছে, দক্ষিণ রানীগাঁও গ্রামের দরিদ্র ট্রলিচালক তোতা মিয়ার ষোল বছর বয়সী কন্যা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতো দক্ষিণ রানীগাঁও ছিরুমিয়া আজিমদ্দিন দাখিল মাদরাসায়। প্রতিবেশি প্রায় পঞ্চান্ন বছর বয়সী আশরাফ আলী ওরফে বাচ্চাকে ওই কিশোরী দাদা বলে ডাকতো। প্রায় সময়ই স্ত্রী বাড়িতে না থাকায় ওই কিশোরী এবং তা মা গৃহস্থালির কাজ করে দিত আশরাফ আলীর।
গত ২৮ ফেব্রুয়ারি বেলা দেড়টা প্রায়। বাড়িতে স্ত্রী-সন্তান কেউ না থাকায় চালের খুদ রান্না করার জন্য কিশোরীকে ডেকে নিয়ে যায় আশরাফ আলী। খুদ আনতে ঘরে পাঠিয়ে পেছন থেকে দরজা আটকে কিশোরীকে ঝাপটে ধরে বিছানায় ফেলে দেয় সে। এসময় কিশোরী ধস্তাধস্তি করলে হাত ও মুখ চেপে ধরে হুমকী দিয়ে প্রায় আধঘণ্টার চেষ্টায় ধর্ষণ করে আশরাফ আলী।
এদিকে ধস্তাধস্তির শব্দে আশরাফ আলীর এক ভাবি বিবকল্প দরজায় ঘরে প্রবেশ করলে ততক্ষণে আশরাফ আলী মাচায় ওঠে যায়, বিছানায় বসে যায় কিশোরী। ফলে ওই নারী কিশোরীকে ঘর থেকে বের করে দেন। কিন্তু ঘটনা গোপন থেকে যায়। ঘটনার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলে কিশোরীর শারিরিক পরিবর্তন দেখে সন্দেহ জাগে প্রতিবেশিদের। একপর্যায়ে গত ৪ আগস্ট শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করলে কিশোরী ২২ সপ্তাহ তিন দিনের অন্তঃস্বত্ত্বা বলে ধরা পড়ে। বাড়ি এনে জিজ্ঞাসাবাদ করলে কিশোরী ঘটনা খোলে বলে। পরে আশরাফ আলীকে চাপ প্রয়োগ করা হলে প্রথমে অস্বীকার করলেও দফায় দফায় বৈঠকের একপর্যায়ে ধর্ষণের কথা স্বীকার করে এবং বিয়ে করে আপোষের কৌশল করে। কিন্তু কৌশলে আপোষের কথা বলে সে বাড়ি ছেলে পালিয়ে যায়।
বর্তমানে ওই কিশোরী লোকলজ্জায় ও নিরাপত্তাহীনায় ভোগছে। ফলে এক আত্মীয় বাড়ি আত্মগোপনে রয়েছে। এমতাবস্থায় কিশোরীর নিরাপত্তা, গর্ভস্থ সন্তানের পিতৃ পরিচয় ও আইনী ব্যবস্থা গ্রহণ জরুরী বলে মনে করেন সংশ্লিষ্টরা।