1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেলেন ব্যারিস্টার সুমন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের এই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সমালোচনা করে পদত্যাগ দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শুক্রবার (১৭ এপ্রিল) ব্যারিস্টার সুমনের ফেসবুক পেজে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি করেন।

তিনি বলেন, ‘মাননীয় নেত্রী, আপনি জানেন যে গতকালকে আপনার সামনে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক দুইজন দুই রকম কথা বলেছেন। আমি বারবার বলে আসছি, বর্তমানে যতগুলা মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ হয়েছে এর মধ্যে প্রথম মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয়।’

‘কেন হবে না মাননীয় নেত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আছেন যিনি সর্বোচ্চ ব্যর্থ।  আপনি মনে হয় দেখেছেন যে তিনি ৩০ জন লোক পিছনে নিয়ে করোনাভাইরাসের ব্যাপারে আমাদেরকে সচেতন করতে গিয়েছিলেন। আপনি জানেন যে, তাকে করোনাভাইরাস প্রতিরক্ষায় ন্যাশনাল কমিটির প্রধান করা হয়েছে এবং তিনি জনসমক্ষে সাংবাদিকদের সামনে বলেছেন উনি ন্যাশনাল কমিটির সভাপতি ঠিকই কিন্তু তিনি জানেন না কোথায় কি হচ্ছ। এ ধরনের কথা বলার পর মিনিস্ট্রিয়াল রেস্পন্সিবিলিটি অনুসারে ওনার পদত্যাগ করার কথা ছিল।’

সুমন বলেন, ‘মাননীয় নেত্রী আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যেভাবে কষ্ট করে যাচ্ছেন একজন বা দু-একটা মন্ত্রণালয়ের জন্য ব্যর্থতার জন্য আপনাকে এত ভালো ভালো কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে না।  মাননীয় মন্ত্রী আমি বলছি না যে তাদেরকে বদলে অন্য আরেকজনকে দিলেই যে তাড়াতাড়ি দিনের ভিতরে সব ঠিক হয়ে যাবে।’

ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘গণমানুষের চাহিদা অনুসারে স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করার জোর আবেদন করছি।’

এ ভিডিও বার্তা সম্পর্কে ব্যারিস্টার সুমনের সঙ্গে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com