1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ২৭২ বস্তা চাল জব্দ, থানায় মামলা

  • আপডেট টাইম :: রবিবার, ২০ আগস্ট, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ২৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচড় এলাকার চঞ্চল মিয়ার দোকান থেকে ওইসব বস্তা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে মজুদ করা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে রাতে রেহারচরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে ত্রিশ কেজির মোট ২৭২ বস্তা চাল পাওয়া যায়।

তিনি আরও জানান, কে বা কারা এসব চাল এখানে মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন। তবে চঞ্চল মিয়া নামের একজনের নাম উঠে এসেছে। এ বিষয়ে প্রাথমিকভাবে নিয়মিত মামলা করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।

স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার শাহ মো: লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে এসব চাল মজুদ রাখে। ধারণা করা হচ্ছে, তাদের নিকটাত্মীয় কেউ এ কাজের সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com