নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে শনিবার (১৯ আগস্ট) একই দিনে পৃথক সময়ে ও পৃথক ঘটনায় বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে চারজন। এরমধ্যে ফাতেমা নামে এক গৃহবধূ ও ইউনুছ আলী নামে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার পারিবারিক কলহের জেরে উপজেলার বনকুড়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী স্মৃতি (২০) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
একই দিন পারিবারিক কলহের জেরে বাঘবেড় এলাকার মৃত জাকির মাহমুদের ছেলে মোজাম্মেল (৬৫) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে তিনিও চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে একই দিন দক্ষিণ রানীগাঁও গ্রামের মৃত তোফাচ্ছর আলীর ছেলে ইউনুছ আলী (৬২) পারিবারিক কলহের জেরে বিষষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন টেরে পেয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
এদিকে কাপাশিয়া গ্রামের আমির হামজার স্ত্রী ফাতেমা বেগম (২৫) স্বামীর সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।