নালিতাবাড়ী (শেরপুর) : সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার শপথের মধ্যদিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশে এ অঙ্গীকার করেন অংশ নেওয়া নেতাকর্মীরা।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিকেলে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা কমিটির উদ্যোগে শতশত নেতাকর্মীর অংশগ্রহণে পৃথক মিছিল উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে খন্ড খন্ড মিছিলগুলো একত্রিত হয়ে শহর প্রদক্ষিণ করে। বিশাল এ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়ে আওয়ামী লীগের সমর্থনে শ্লোগান দেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনা করেন নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
এসময় যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাক জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, সদস্য সরকার গোলাম ফারুকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।