নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে হত্যা চেষ্টার বিচার দাবি ও হত্যা চেষ্টার ৩১তম বার্ষিকী পালন উপলক্ষে র্যালি এবং মানববন্ধন করা হয়েছে।
গত শুক্রবার (১৮ আগস্ট) সকালে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গড়কান্দা উত্তর বাজার শহীদ মিনারে এসে হয়। পরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হাসান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হুমায়ুন মুজিব।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেননকে ১৯৯২ সালে দুর্বৃত্তরা হত্যা চেষ্টা করেছিল। সেই হত্যা চেষ্টার ৩১ বছর অতিবাহিত হতে চলেছে এখনো এর সুষ্ঠু বিচার হয়নি। তাই আমরা এই হত্যা চেষ্টার দ্রুত বিচার দাবি করছি। একইসাথে জড়িতদের কঠিন শাস্তি দাবি করছি।