আন্তর্জাতিক ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শুক্রবার জুমার নামাজের পর নতুন করে বিক্ষোভ-সহিংসতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করেছে ভারতের উত্তর প্রদেশের রাজ্য সরকার। ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপারের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, আগ্রায় শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে।
অতিরিক্ত মহাপরিচালক পিভি রামাশাস্ত্রি বলেছেন, ‘আমরা রাজ্যের বিভিন্ন জেলায় নিরাপত্তা কর্মীদের মোতায়েন করেছি এবং লোকজনের সঙ্গে কথা বলছি। আট জেলায় এক দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির ওপরও নজর রাখছি’।
গোরখপুর জেলা ম্যাজিস্ট্রেট ভিজেন্দ্র পান্ডেয়া জানান, আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ক্যামেরাসহ ড্রোন ব্যবহার করা হচ্ছে।
১৯ থেকে ২১ ডিসেম্বর উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-সমাবেশ থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ২১ জন নিহত হয়।