শেরপুর : শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপা দিয়ে মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের স্বামী আব্দুল হান্নান। ওই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবক হীরা মিয়া (৩১) ও আতিক মিয়া (৩২) কে গ্রেফতার করে পুলিশে দিয়েছে র্যাব-১৪ জামালপুর।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় মোটরসাইকেল চাপার ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের হলে রাতেই তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দমদমা কালীগঞ্জ মহল্লার গৃহবধূ মমেনা বেগম বুধবার বাড়ির সামনে পাকা রাস্তার বিপরীত পাশে দিনের বেলায় কাপড় শুকাতে দেন। পরবর্তীতে ভুলে যাওয়ায় রাত সাড়ে দশটার দিকে তিনি ওইসব কাপড় ঘরে নিতে রাস্তা পারাপার হচ্ছিলেন।
এদিকে শহরের নওহাটা এলাকার হীরা মিয়া ও আতিক মিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কান্দিপাড়া থেকে ফিরছিলেন। এসময় বেপরোয়া মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তারা মমেনা বেগমকে চাপা দেয়। এতে মমেনা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন বের হন। ফলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় হীরা ও আতিক। পরে গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাদী নিহতের স্বামী আব্দুল হান্নান সড়ক পরিবহন আইনে সদর থানায় মামলা দায়ের করেন।