1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।

“পরিবর্তনশীল ও শান্তি পূর্ণ  সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশকে নিরক্ষরমুক্ত করতে চায় সরকার। দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানি গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতাদানের উদ্দেশ্যে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইউনেস্কোর উদ্যোগে ইরানের তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন হয়। ওই সম্মেলনে প্রতিবছর ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের প্রস্তাব করা হয়। সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করে দেশের প্রতিটি নাগরিককে মানব সম্পদে পরিণত করা এখন সময়ের দাবি।

র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. তৌফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. আঃ মোতালেব, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, মো. ফরিদ আহম্মেদ রুবেল প্রমূখ।

এসময় বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com