শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে এক শিশু ও বিষপানে আরেক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার চিথলিয়া পূর্বপাড়া ও বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামে ওইসব ঘটনা ঘটে। নিহতরা হলো- তাসিন (৮) ও আউলিয়া (৩৫)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তাসিন শুক্রবার সন্ধ্যার দিকে সবার অগোচরে বসত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরদিন শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে তাসিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
অপরদিকে শুক্রবার রাত ১০টার দিকে গোশাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি উত্তরপাড়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী আউলিয়া নিজ বসতঘরে বিষপান করে। স্বামী বাইরে থেকে এসে তাকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখে পরিবারের আন্য সদস্যদের ডাক দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে শেরপুর নিয়ে যাওয়ার পথেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
এসব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।