1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। দায়িত্ব নিয়ে মানুষকে সঠিকভাবে সেবা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, দুই লক্ষ মানুষের সম্মানের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা এসেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কাজ করতে হবে। এছাড়াও সকলকে দেশ প্রেমে উদ্ধত হওয়ার আহবান জানান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সোমেশ্বরি হল রুমে শ্রীবরদী উপজেলা পর্যায়ে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ আলিফ উল্লাহ আহসান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ উমর ফারুক, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব মো, আব্দুর রউফ মিয়া ও মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ।
এসময় তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, শেরপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে শ্রীবরদী পৌরসভা ও সীমান্ত জনপদের পর্যটনের জন্য সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com