1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

কলাপাড়ায় নাগরিক উদ্যোগের আয়োজনে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় নীলগঞ্জের নবাবগঞ্জের মনোজ মিস্ত্রীর ভূমি দখল, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে দখলবাজ মিলন গাজীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে নাগরিক উদ্যোগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী মনোজ মিস্ত্রির পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজ সেবক বাদল মাতুব্বরের সঞ্চালনায় নাগরিক উদ্যেগের আহবায়ক, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আমতলী উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও নাগরিক উদ্যেগের সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ কলাপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক ও নাগরিক উদ্যেগের সদস্য উত্তম দাস, সমাজসেবক হুমায়ুন কবির জুয়েল সিকদার, শাহিন মাতুব্বর, দোয়েল সিকদার, সাংবাদিক সৈয়দ রাসেল, বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ড যুগ্ন-আহ্বায়ক, গণমাধ্যম কর্মী নয়নাভিরাম গাইন নয়নসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মিলন গাজী জোর পূর্বক সংখ্যালঘু সম্প্রদায়ের সহজ সরল মনোজ মিস্ত্রীর জমি দখল করে রেখেছে। এব্যাপারে প্রতিকার চেয়ে ভুক্তভোগী মনোজ স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করলে মিলন সে শালিস অমান্য করে। মনোজের অভিযোগের ভিত্তিতে এ বিষয় নিয়ে ঘটনাস্থলে তদন্ত করেছে হিন্দু বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সেখানেও মিলনের অসংগতি ধরা পড়েছে। এরপর তারা সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়। সর্বশেষ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছে। এর জেরে মিলন গাজী ক্ষিপ্ত হয়ে মনোজসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে মামলা করেছে। এছাড়া এর আগেও মিলন মনোজের নামে ২ লাখ ৬৫ হাজার টাকার মিথ্যা মামলা করে বলে বক্তব্যে উল্লেখ করে বক্তারা। সর্বশেষ মনোজ মিস্ত্রির জমি ফেরতসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com