কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকতের ভাঙ্গন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশও এর বিচ্যুতি ঘটেনি। এরপরও প্রধানমন্ত্রীর নের্তৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে। একনেকে পাশ হলে আগামী বছর আমরা স্থায়ী কাজ শুরু করবো।
গত রোববার দুপুরের দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এক সভায় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
এসময় পটুয়াখালী-০৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকসহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।