1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন

প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন বান্দরবান জেলা সেনা রিজয়ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান: বান্দরবানে প্রত্যন্ত অঞ্চলে পাহাড়ে পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা সেনা রিজিয়ন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে দুর্গম এলাকার চিম্বুক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, ৬৯ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি এনডিসি এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

বিতরণকালে প্রধান অতিথি বলেন, পাহাড়ের যেসব জনগোষ্ঠীর পিছিয়ে রয়েছে, তাদের পাশে সেনাবাহিনী সহযোগীতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ম্রো জনগোষ্ঠীর ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী উপকরণ এবং অভিভাবক আর শিক্ষকদের মাঝে ড্রেস, ছাতা ও টর্চ লাইট তুলে দেন।

এসময় মেজর মো: শায়েখ উজ জামান (জিএসও-২), সদর জোনে কমান্ডার মাহমুদুল হাসান, শিক্ষার্থীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com