বান্দরবান: বান্দরবানের উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌর এলাকায় প্রধান অতিথি থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তিনি উদ্বোধন করেন। প্রকল্পের মধ্যে রয়েছে- শহরে আর সিসি ড্রেইন, সিঁড়ি নির্মাণ, ছাত্রাবাস, বৌদ্ধ বিহারের চেরাংঘর ও কার্পেটিং সড়ক।
বর্তমান সরকার আমলে শিক্ষা ও স্বাস্থ্য থেকে শুরু করে সব সেক্টরের পাহাড়ে উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বীন ইয়াছিন আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, তিংতিংম্যাসহ আরো অনেকে।