শেরপুর : নদীতে নেমে বাবার হাত ধরে সাঁতার শেখার সময় হাত ফসকে নদীতে ডুবে প্রাণ গেল কাজল নামে এক কলেজ ছাত্রের।
পড়াশোনা শেষে ছেলেকে সেনাবাহিনীতে চাকুরী করানোর স্বপ্ন নিয়ে রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কাজলকে মৃগী নদীতে সাঁতার শেখাতে নিয়ে যান ভাগ্যহত বাবা আব্দুল কুদ্দুস।
সূত্র জানায়, শহরের মোবারকপুর কইনেপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে কাজল এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শ্রীবরদী সরকারি কলেজে ভর্তির জন্য মনোনীত হয়। বাবার ইচ্ছা ছিল কাজলকে সেনাবাহিনীতে চাকরি করাবে। সেনাবাহিনীতে চান্স পেতে হলে সাঁতার জানতে হবে, এ ধারণা থেকে রোববার দুপুরে তার আব্দুল কুদ্দুস ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশের মৃগী নদীতে সাঁতার শেখাতে যান। একপর্যায়ে আকষ্মিক বাবার হাত থেকে ফসকে গিয়ে পানিতে ডুবে যায় কাজল। এসময় বাবা কুদ্দুস ছেলেকে বাঁচাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কাজলকে উদ্ধার করা হলেও ততক্ষণে কাজলের সলিল সমাধি ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।