1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির প্রচারাভিযান

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : ‘রুখো বিএনপি-জামায়াত, রুখো আমেরিকা’ এমন শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি প্রচার পক্ষ পালনের কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচী হাতে নেওয়া হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক কমরেড রাজিয়া সুলতানা।

এসময় শেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য চম্পা রানী, রিতা রানী পাল, নিভা রানী পাল, কৃষি কমিটির নেত্রী উম্মে কুলসুম, বাংলাদেশ যুবমৈত্রী শেরপুর জেলা শাখার আহবায়ক রাজু আহমেদ, সদস্য জাহিদুল ইসলাম, মনজুরুল ইসলাম, জুবায়েদুল ইসলাম, সানোয়োর হোসেন, সুজন মিয়া ও মজিবর রহমানসহ অন্যান্যরা প্রচারণায় অংশ নেন। প্রচারাভিযানে মানুষের কাছে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!