1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

বিধি-নিষেধে ঝিনাইগাতি হাসপাতালের মূল গেইটে তালা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ঝিনাইগাতী (শেরপুর) : নানা বিধি-নিষেধে শেরপুর জেলার ঝিনাইগাতি ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালের মূল গেইটে তালা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার থেকে এ বিধি নিষেধ সংক্রান্ত বিষয় প্যানায় লিখে মূল গেইটে টানিয়ে দেওয়া হয়েছে। মূল গেইটের উপরে অত্র হাসপাতালের ক্যাম্পাসে গরু, ছাগল, ভেড়া ও মহিষ চড়ানো নিষেধ লিখে আরেকটি সাইন বোর্ড টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। লেখা আছে, ‘হাসপাতাল ক্যাম্পাসে বিড়ি, সিগারেট, পান ও জর্দা নিয়ে ঢুকা যাবে না। যে কেউ হাসপাতালে আসলে গেইটে নিরাপত্তা কর্মীর কাছে কারণ বলতে হবে। তবে রোগী যাতায়াত করতে মূল গেইটের পকেট গেইট খোলা রাখা হয়েছে।’

বেশী অসুস্থ রোগীদের মূল গেইটে আসা মাত্র স্বাস্থ্য বিভাগ হুইল চেয়ার বা ট্রলির সেবা দিবে বলে প্যানায় লিখে দেওয়া হয়েছে। কিন্তু মূলত এই সেবা দিচ্ছে না। আর রোগীর সাথে যানবাহন থাকলে গেইটের নিরাপত্তাকর্মীরা মূল গেইট খোলে দিবে। কিন্ত সেখানে কোনো নিরাপত্তাকর্মী দেখা যায়নি। এ সাহায্য সংক্রান্ত একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে।

মূল গেইট থেকে জরুরী বিভাগের দূরত্ব দেড়শ গজের উপরে। হাসপাতালের এমন সিদ্ধান্তে সেবা নিতে আসা মানুষজন বিড়ম্বনায় পড়েছে বলে ভোক্তভোগী সূত্র জানিয়েছেন।

ঝিনাইগাতী হাসপাতাল ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে কখনোই এমন সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রশাসনের দাবী, জনস্বার্থে অফিস চলাকালিন এই নিয়ন্ত্রণ থাকবে। বিকালের দিকে কিছু সময়ের জন্য গেইট খোলা থাকবে। আবার রাতে গেইট সম্পূর্ণ খুলে দেওয়া হবে। মূল গেইটের ফটকে প্যানার প্রথম শর্তে লেখা আছে, ‘জরুরী নির্দেশনায় আছে বহিরাগত/বহিরাগতদের যানবাহন/গরু-ছাগল প্রবেশ কঠোর ভাবে নিষেধ। দুই নম্বর শর্তে লেখা আছে, অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্র-ছাত্রিদের প্রয়োজন ব্যতিত প্রবেশ নিষেধ। একজন রোগীর সাথে দুয়ের অধিক সাহায্যকারি প্রবেশ করতে পারবে না।’

ইত্যাদি কারণ দিখিয়ে মুল গেইেটে তালা দিয়ে হাসপাতালে প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়েছে। এতে করে হাসপাতালের পরিবেশ শান্ত থাকলেও সেবা নিতে আসা মানুষজন বিড়ম্বনার শিকার হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিব সাহা বলেছেন, হাসপাতালের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। ক্যাম্পাস অরক্ষিত থাকলে মাদক সেবী দালাল, গৃহপালিত পশুর উৎপাতসহ নানা অসামাজিক কাজ হয়। আর ঔষধ কোম্পানী ও অযাযিত লোকজনের গাড়ীতে হাসপাতাল ক্যাম্পাস ভরে যায়। এমনিতেই লোকবল সংকট, তার উপর আবার নারী ডাক্তার নারী নার্স ও নারী কর্মচারি বেশী। কেউ যেন বিড়ম্বনার শিকার না হয় তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাময়িক সমস্যা হলেও মানুষজন অভ্যস্থ হয়ে গেলে পরে দীর্ঘ মেয়াদি সুবিধা পাওয়া যাবে। দেশের কোন হাসপাতালে এই ব্যবস্থ্যা নেই, তবে ভাল হলে এটা সবাই গ্রহণ করবে। কোন প্রকার নিয়ন্ত্রণ নয়, জনস্বার্থেই এই ব্যবস্থা, দাবী এই কর্মকর্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com