নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৫৯ বোতল ভারতীয় মদ ও ব্যবহৃত প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পশ্চিম সমেশ্চুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমেশ্চুড়া গ্রামের আসকর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও ঝিনাইগাতি উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের কছর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পশ্চিম সমেশ্চুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশ। এসময় নালিতাবাড়ীর দিকে আসতে থাকা একটি এক্সিও প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে তল্লাসী করা হয়। তল্লাসীকালে প্রাইভেটকারে থাকা ৩৫ বোতল ৭৫০ মিলি এসি ব্ল্যাক এবং ২৪ বোতল ৭৫০ মিলি রয়েল স্টেজ বোতল মিলে মোট ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে প্রাইভেকটার চালক ও মাদক ব্যবসায়ী রফিকুল এবং অপর মাদক ব্যবসায়ী রফিকুলকে গ্রেফতার করা হয়। একই সাথে জব্দ করা হয় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।