আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারির সময়ে সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ৪১৯ জন।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। দেশটিতে সবচেয়ে বেশি মারা গেছে নিউইয়র্ক রাজ্যে। সেখানে প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ২৯৮। নিউ জার্সিতে মারা গেছে ৪ হাজার ২০২ জন। মিশিগানে মারা গেছে ২ হাজার ৩৯১ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ১ হাজার ৭০৬। পেনসালভানিয়ায় মারা গেছে ১ হাজার ২৩৭ জন। ইলিনয়িসে ১ হাজার ২৯০ ও লুসিয়ানায় মৃতের সংখ্যা ১ হাজার ২৯৬ জন।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ৬৬০ জন মারা গেছে ইতালিতে। স্পেনে মৃতের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৫৯৫। ফ্রান্সে মারা গেছে ১৯ হাজার ৭১৮ জন। আর যুক্তরাজ্যে ১৬ হাজার ৬০ জন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মৃতের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৯৩৬। আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৯ হাজার ৮২৭ জন। সেরে উঠেছে ৬ লাখ ১৫ হাজার ৬৭৪ জন।