আন্তর্জাতিক ডেস্ক : চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস এখন বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে।
বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬ হাজার ৯০৫। মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৫৮ জন। তবে এর মধ্যেই অনেকেই সুস্থও হয়ে উঠেছেন। এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ১৭ হাজার ১৩ জন।
অপরদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ হাজার ৫৫৫ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭১ হাজার ১২ জন। তবে ১৩ হাজার ৫৬৬ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা নিউইয়র্কে। এমনকি যুক্তরাষ্ট্রে যতজন করোনায় প্রাণ হারিয়েছে তার মধ্যে অধিকাংশই নিউইয়র্ক অঙ্গরাজ্যের।
এখন পর্যন্ত স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ এবং মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। অপরদিকে, ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৫৭ জন এবং ৭ হাজার ৩৭১ জনের অবস্থা গুরুতর।
ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন। মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪৭ হাজার ৫৫ জন। তবে ২ হাজার ৬৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, ফ্রান্সে করোনায় আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৮৯৪ এবং মারা গেছে ১৯ হাজার ৭১৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৭৮ জন। তবে ৫ হাজার ৭৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭৪২ এবং মারা গেছে ৪ হাজার ৬৪২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮৮ হাজার। তবে এখনও ২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।
অপরদিকে, যুক্তরাজ্যে ১ লাখ ২০ হাজার ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৬ হাজার ৬০ জন। দেশটিতে করোনায় আক্রান্ত ১ হাজার ৫৫৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর চীন থেকেই প্রাণঘাতী এই ভাইরাস অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে থাকে। গত কয়েক মাসে অন্যান্য দেশে করোনার বিস্তার বাড়তে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে চীন।
কয়েক মাসের চেষ্টায় চীন করোনার বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭৪৭ এবং মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৮৪ জন। এছাড়া ৮১ জনের অবস্থা আশঙ্কাজনক।