1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে এখনই পদপেক্ষ না নিলে বিপর্যয়ের শঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনার মধ্যেই দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখনই করোনা ও ডেঙ্গুর জন্য পৃথক জোন তৈরির পরামর্শ দিয়েছেন তারা।

চিকিৎসকরা বলছেন, করোনা সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রোধেও সচেতন  হতে হবে।

জানতে চাইলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের আইসিইউ কনসালটেন্ট ডা. আশরাফ জুয়েল বলেন, ‘ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে হবে। এখন থেকে যে সব জায়গা অপরিচ্ছন্ন রয়েছে, মশার উপদ্রব বাড়ার আশঙ্কা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পরিষ্কার করতে হবে। এই বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে হবে  সিটি করপোরেশনকেই। গ্রামাঞ্চলে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।’

প্রায় একই পরামর্শ দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ  অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুল হকও। তিনি বলেন, ‘এখন একটি ক্রান্তিকাল যাচ্ছে। ডেঙ্গু যেন গত বছরের মতো ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন থেকেই জেলা-উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে। গত বছরের অভিজ্ঞতা থেজে যেসব জায়গায় গ্যাপ আছে, সেগুলো পূরণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এবারের হিসাব ভিন্ন। এবার করোনা ও ডেঙ্গু—দুই-ই চরম আকার ধারণ করলে দুটি একসঙ্গে মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।’

একই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল বলেন, ‘যদি কোনো কারণে ডেঙ্গুর প্রকোপ বেড়েই যায়, তাহলে প্রথম অগ্রাধিকার হিসেবে করোনার জন্য টেলিমেডিসিন, ভিডিও-কলিং সুবিধাসহ ডেডিকেটেড জোনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ অন্যান্য রোগের সেবার জন্য জেনারেল জোন রাখতে হবে।’

করোনার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। তিনি বলেন, ‘এই  মুহূর্তে যদি গত বছরের মতো ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, তাহলে ভয়ানক আকার ধারণ করবে।’ এ জন্য আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com