1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ‘নিহত ২০’

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সড়কে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ ও বিদেশি নাগরিক রয়েছে বলে জানা গেছে।

এছাড়া আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণে মরদেহগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদ সংস্থা এএফপি সোমালিয়ার পুলিশ অফিসার ইব্রাহিম মোহাম্মদের বরাত দিয়ে জানিয়েছে, ‘বিস্ফোরণটি ধ্বংসাত্মক ছিল। ওই পুলিশ অফিসার ২০ জনেরও বেশি নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। আরো অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছেন।’

তিনি আরো জানান, এখনো কোনো জঙ্গি গোষ্ঠী বোমার দায় স্বীকার করেনি। তবে আল-শাবাব জঙ্গিরা এ বোমা বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আল-শাবাব এবং আল-কায়েদা জোটবদ্ধ ইসলামপন্থী জঙ্গিদের একটি দল। তারা ১০ বছরের বেশি সময় ধরে সোমালিয়ার রাজধানীতে বিভিন্ন সময় বিদ্রোহ চালিয়েছে। ২০১১ সালে ওই দলকে রাজধানী থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে এখনো দেশের বিভিন্ন অঞ্চলে তারা অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com