1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে, উপজেলা প্রকৌশলী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আবু সাঈদ নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ আরও তিন কর্মকর্তা।

শনিবার (২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার অমরখানা সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবু সাঈদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়।

আহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে ৪ জন পঞ্চগড় শহরে যাচ্ছিলেন। অমরখানা সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় সড়কে মোড় ঘুরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী আবু সাঈদ মারা যান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার আল আমিনের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, ইউএনও’র সরকারি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!