আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের আতুরঘর চীন। দেশটিতে ৮২ হাজার ৮১৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ৬৩২ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যা কমে এসেছে দুই অঙ্কের ঘরে। আশার কথা হল গেল ১০ দিনে করোনাভাইরাসে চীনে কোনো মৃত্যু হয়নি।
সবশেষ ১৫ এপ্রিল ১ জনের মৃত্যু হয়েছিল। সেদিন ৪৬ জন নতুন করে আক্রান্ত হয়েছিল। এরপর থেকে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত আর কোনো মৃত্যু হয়নি সেখানে।
১৬ এপ্রিল ৪৬ জন নতুন করে আক্রান্ত হয়। তার মধ্যে ৩৪ জন বিদেশ থেকে আগত। আর ১২ জন স্থানীয়। ১৭ এপ্রিল উহানের মোট মৃতের সংখ্যা পুননির্ধারণ করে ৩ হাজার ৮৬৯ করা হয়। সেদিন ২৬ জন নতুন করে আক্রান্ত হয়। কোনো মৃত্যু ছিল না।
১৮ এপ্রিল ২৭ জন নতুন আক্রান্ত হয়। এরপর ১৯ এপ্রিল ১৬ জন, ২০ এপ্রিল ১২ জন, ২১ এপ্রিল ১১ জন, ২২ এপ্রিল ৩০ জন, ২৩ এপ্রিল ১০ জন, ২৪ এপ্রিল ৬ জন ও ২৫ এপ্রিল ১২ জন নতুন করে আক্রান্ত হয়। কোনো প্রাণহানি ঘটেনি।
মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২১০টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলের ২৯ লাখ ১৩ হাজার ৫৩৫ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ লাখ ২ হাজার ৯৭৩ জন। করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৮ লাখ ৩২ হাজার ৮৭৬ জন।