1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : এক দিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরিকল্পনা করেছিলেন এবং তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টা করেছিলেন। নিউ ইয়র্কের একটি আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। এবার আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিলের খবর দিল কেনিয়া।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুইটি বড় চুক্তি বাতিল করেছেন।

এদিকে প্রেসিডেন্ট রুটো তার ভাষণে বলেন, ‘যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, আমি কঠোর পদক্ষেপ নিতে পিছপা হব না।’ তার এই বক্তব্যে সংসদে উপস্থিত জনতা চিৎকার করে সমর্থনও জানায়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল।

তবে দেশটির জ্বালানিমন্ত্রী অপিও ওয়ানডায়ি গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটিতে বলেছিলেন, ‘বিদ্যুৎ লাইন নির্মাণ প্রকল্পে কোনো দুর্নীতি বা ঘুষের ঘটনা ঘটেনি।’

প্রেসিডেন্ট উইলিয়াম রুটো দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। বিশেষ করে, তার প্রশাসনের বিরুদ্ধে বারবার ওঠা অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে। তিনি আরো জানান, তার সরকার এখন বিমানবন্দর ও জ্বালানি প্রকল্পের জন্য নতুন অংশীদার খুঁজতে কাজ শুরু করবে।

আদানি গ্রুপের অবস্থা খারাপ হতে থাকে নিউ ইয়র্ক-ভিত্তিক প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চের বিতর্কিত এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর। এরপর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। গত বছর জানুয়ারিতে এক সপ্তাহেই প্রায় ২৫০০ কোটি ডলারের ব্যক্তিগত ধন-সম্পদ উধাও হয়ে গেছে আদানির।

বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ গত বছর তাদের প্রতিবেদনে আদানির বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজির’ অভিযোগ আনে। আদানি এরপর হিনডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছিল। হিনডেনবার্গও পাল্টা জবাবে জানায়, তারা এ বিষয়ে আদালতে লড়াই করতে প্রস্তুত।

সূত্র : বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com