আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ঠেকাতে বিশ্বজুড়ে লকডাউন চলছে। কিন্তু কনের আশায় বর আর কতো কাল অপেক্ষা করবেন?
আর তাই সব উপেক্ষা করে সাইকেল চালিয়ে একশ’ কিলোমিটার পথ পাড়ি দিলেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক।
আবার বিয়ে করে স্ত্রীকে নিয়ে ফিরলেনও তিনি সাইকেল চালিয়ে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুর।
২৩ বছর বয়সি কালকু প্রজাপতি নামের ওই যুবকের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল ২৫ এপ্রিল। কিন্তু কোনো উপায় না পেয়ে উত্তর প্রদেশের হামিরপুরের পাউথিয়া গ্রামের ওই বর তার কনে রিঙ্কিকে আনতে মাহবা জেলার পুনিয়া গ্রামে ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
কালকু প্রজাপতি বলেন, আমরা বিয়ে করার জন্য স্থানীয় প্রশাসনের অনুমতি পাচ্ছিলাম না। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাইসাইকেল চালিয়েই সেখানে পৌঁছে যাই।
চার-পাঁচ মাস আগে থেকে ঠিক করা বিয়ে উপলক্ষে বিয়ের কার্ডও আত্মীয়দের মধ্যে বিলি করা হয়ে গিয়েছিলো। কনের পরিবারের ফোন পেয়ে তাই বর আর দেরি করেননি।
এদিকে শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হওয়ায় উভয় পরিবারের সদস্যরাও ভীষণ আনন্দিত। কারণ, কেউই জানেন না কবে এই লকডাউন প্রত্যাহার হবে।