1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে বাংলাদেশকে অনুসরণের আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ঢুকতে না পেরে আন্দামান ও বঙ্গোপসাগরের কাছে ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এক্ষেত্রে এ অঞ্চলের দেশগুলোকে উদাহরণ হিসেবে নিয়ে বাংলাদেশকে অনুসরণ করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

শনিবার (২মে) ইইউ’র ঢাকা কার্যালয় জানায়, সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল এবং কমিশনার জেনেজ লেনারসি এর এক যৌথ বিবৃতিতে এ পরামর্শ দেওয়া হয়।

নারী ও শিশুসহ শতাধিক রোহিঙ্গা কয়েক সপ্তাহ ধরে সাগরে মানবেতরভাবে ভেসে বেড়াচ্ছে। আন্দামান ও বঙ্গোপসাগরে তীরগুলো থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। সাগরের এ অঞ্চলে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের আগে নৌকা থেকে নামিয়ে একটি সমাধান খোঁজার জন্য অঞ্চলের দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইইউ।

চলতি বছরের ৬ এপ্রিল বাংলাদেশ কিছু নৌকাকে তীরে ভিড়তে দিয়ে ৪০০ এর মতো রোহিঙ্গাকে সহযোগিতা করেছে। বাংলাদেশ ক্রমাগত উদারতা ও মানবতা দেখিয়ে যাচ্ছে। ইইউ আশা করে এ অঞ্চলের বাকি দেশগুলো বাংলাদেশকে উদাহরণ হিসেবে নিয়ে অনুসরণ করবে।

এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীকে জরুরি ভিত্তিতে কোনো ধরনের শর্ত ছাড়াই যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছে ইইউ। সেই সঙ্গে সর্ব সম্মতির ভিত্তিতে শান্তি প্রক্রিয়ায় আবারও যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। রোহিঙ্গাদের দুর্দশার কারণ খুঁজে বের করতে বিশ্ব কাজ করছে। রোহিঙ্গাদের জন্য আরও সাহায্যের প্রয়োজন পড়লে ইইউ তা দিতে প্রস্তুত।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ, টেকশই, সম্মানের সঙ্গে এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পক্ষে ইইউ কাজ করছে বলেও বিবৃতিতে জানানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে আন্দামান ও বঙ্গোপসাগরে দুটি নৌকায় প্রায় ৫০০ এর অধিক রোহিঙ্গা মানবেতর অবস্থায় ভেসে বেড়াচ্ছে। মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিলেও সেখানে তাদের ভিড়তে দেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com