বাংলার কাগজ ডেস্ক : ঈদ-উল ফিতরের ছুটিতেও সরকারি চাকরিজীবী কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
সোমবার (০৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, ঈদ-উল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না; ওই সময়ে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।
অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঈদ-উল ফিতরের সরকারি ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
এতে আরও বলা হয়, সব মন্ত্রণালয়/বিভাগ তাদের নিয়ন্ত্রণাধীন অফিস প্রয়োজন অনুসারে খোলা রাখবে। সেই সঙ্গে তারা তাদের অধিক্ষেত্রের কার্যাবলী পরিচালনার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায়ও অফিস খোলার বিষয়ে একই কথা জানানো হয়েছে।