তাঁদেরই একজন আতাহার হোসেন বাপ্পিকে গ্রেপ্তারের পর তাঁর ফেসবুক মেসেঞ্জারের মেসেজে কিডনি কেনাবেচার এমন তথ্য পায় পুলিশ।
তাঁদেরই একজন আতাহার হোসেন বাপ্পিকে গ্রেপ্তারের পর তাঁর ফেসবুক মেসেঞ্জারের মেসেজে কিডনি কেনাবেচার এমন তথ্য পায় পুলিশ।
কিডনি বিক্রি চক্রের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার মহিদ উদ্দিন বলেন, এই চক্রের সদস্যরা মূলত যারা আর্থিক অনটনে আছে তাদের টার্গেট করে। এরপর কৌশলে তাদের কাছ থেকে কিডনি নিয়ে চড়া দামে বিক্রি করে। ভারতেও এই চক্রের সহযোগী থাকার তথ্য পাওয়া গেছে। চক্রের সদস্যরা দরিদ্র মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে পাশের দেশে (ভারতে) নিয়ে যায়। সেখানে জিম্মি করে অর্থের প্রলোভনসহ নানা কৌশলে হাতিয়ে নেয় কিডনি। এসব কিডনির গ্রহীতারা বাংলাদেশি। বিশেষ করে চক্রটি কলকাতা ও গুজরাটে সক্রিয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ আরো জানায়, গ্রেপ্তার হওয়া চারজন একটি চক্রের সদস্য। এই চক্রে ১০ থেকে ১২ জন দালাল রয়েছেন। এর মধ্যে তিনজন ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের দালালরা ভারতের কিডনি বিক্রি চক্রের দালালদের সঙ্গে যোগসাজশে এই কাজ করেন। প্রতিটি কিডনি বিক্রির মধ্যস্থতা করে এঁরা লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এঁদের ফাঁদে পড়ে অনেকে কিডনি হারিয়েছেন।
র্যাবের তদন্তে জানা গেছে, শুধু রাজধানীতে নয়, জয়পুরহাট, ফরিদপুর, চট্টগ্রাম, খুলনা, সিলেটসহ দেশের আরো কিছু এলাকায় এই দালালচক্র রয়েছে।
সূত্র মতে, কিডনি বিক্রির ঘটনায় গত ১৩ বছরে দেশে ৪৫টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৩৭ জনকে আসামি করা হলেও বেশির ভাগ এখনো ধরা পড়েনি।
কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের ৩০ শতাংশ হয় জীবিত নিকটাত্মীয় থেকে আর ৭০ শতাংশ হয় ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্টের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন ইসলামী দেশ, বিশেষ করে সৌদি আরব, ইরান ও কুয়েতে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করা হচ্ছে।’