দেশের জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে বৃদ্ধকালীন জীবন-জীবিকার সুরক্ষা দিতে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে সরকার ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করেছে। ২০২৩ সালের এপ্রিলে এই আইনের আওতায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) প্রতিষ্ঠা করা হয়। প্রধানমন্ত্রী সে বছরেরই ১৭ আগস্ট সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে সর্বজনীন পেনশনের চারটি স্কিম হচ্ছে যথাক্রমে ‘প্রগতি’, ‘সমতা’, ‘প্রবাস’, ‘সুরক্ষা’ স্কিম। চলতি বছরের শুরু থেকে ‘প্রত্যয়’ স্কিম চালু করা হয়েছে।জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা বলেন, এখন ৫০ বছর বা ৬০ বছরের বেশি বয়সী যাঁরা আছেন তাঁরাও ১০ বছর স্কিমে চাঁদা দিয়ে পেনশন সুবিধা নিতে পারবেন। তবে অতি বয়স্কদের বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। তাঁরা কেবল এখন সামাজিক সুরক্ষার আওতায় বয়স্ক ভাতা পান। তবে আগামী দিনে তাঁদের জন্য সহযোগিতা বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হতে পারে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সর্বজনীন পেনশন ব্যবস্থার পরিধি বাড়ানোর জন্য ‘স্ট্রেনদেনিং ইউনিভার্সাল পেনশন সিস্টেম’ শিরোনামে একটি প্রকল্পের পিডিপিপি বিষয়ে এডিবি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে সভা হয়েছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের নভেম্বর থেকে শুরু করে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত।