1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

নরসিংদীতে রেললাইনের পাশে পড়ে থাকা ৫ মরদেহ নিয়ে ‘রহস্য’

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুলাই, ২০২৪

নরসিংদী: নরসিংদী রায়পুরায় রেললাইনের পাশে পড়ে থাকা ৫ মরদেহ নিয়ে ‘রহস্যের’ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ ধারণা করছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তূর্ণা নিশিতা’ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। আবার কেউ বলছেন, হত্যার পর তাদের লাশ এখানে ফেলে গেছেন কেউ।

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইনের পাশে পাঁচজনের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। নিহত সবাই পুরুষ। তবে, এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রেললাইনের পাশে বসবাসকারী রফিক মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে রায়পুরা স্টেশন এলাকায় বসবাস করি। কিন্তু, কখনো এত মানুষের এমন মৃত্যু দেখিনি। তারা কীভাবে মারা গেছে বুঝতে পারছি না। সকালে উঠে লাশ দেখতে পাই। মনে হচ্ছে, হত্যার পর তাদের লাশ কেউ এই জায়গায় ফেলে গেছে।’

স্থানীয় আজিজুর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘সকালে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিই। ধারণা করছি, রাতে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু, একসঙ্গে এত মানুষ কীভাবে মারা গেলেন মাথায় আসছে না।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লাহ বলেন, ‘রেললাইনের পাশ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন, নাকি কেউ তাদের হত্যার পর লাশ এখানে ফেলে গেছে।’

এর আগে, নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com