1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার গণঅভ্যুত্থান জাদুঘরে তুলে ধরা হবে ১৬ বছরের নির্যাতনের চিত্র: তথ্য উপদেষ্টা শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় : বিচারক জাতীয় সংগীত ইস্যু: বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনের খোঁজ মিলল গোপালগঞ্জে হুমকির মুখে বিশ্ব ব্যবস্থা, সতর্কবার্তা ব্রিটিশ-মার্কিন গোয়েন্দাপ্রধানদের পিটিআইকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি ভারত সব ইসলামী দল নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট তৈরির চেষ্টা

মুক্তিযোদ্ধা সন্তানদের বয়স ৩০ পার, কাজেই মেধায় নিয়োগ ৯৮ শতাংশ : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
বগুড়া: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলে-মেয়েদের বয়স ৩০ বছর পার হয়ে গেছে। কাজেই মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই। এখন ৯৮ ভাগই হলো মেধা।’

আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে গত কয়েক দিনের সহিংসতায় বগুড়ার ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রায়ের পর আমরা মনে করেছিলাম এই কোটা আন্দোলনকারীরা মহামান্য বিচারপতি ও সরকারকে ধন্যবাদ দিয়ে বলবে আমরা সন্তুষ্ট, আমরা আন্দোলন থেকে ফিরে গেলাম। কিন্তু ইতিমধ্যে অনেক জল গড়িয়েছে। আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনের ওপর ভর করে যারা বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল; সেই দলগুলো যারা সব সময়ই বাংলাদেশকে একটি অকার্যকর দেশে পরিচিত করতে চেয়েছিল; সেসব দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সেই ধ্বংসলীলা থেকে বগুড়াও বাদ যায়নি। বগুড়ায় আমরা দেখলাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অথচ এখানে মুক্তিযোদ্ধারা এই ইস্যুতে মাঠেই নামেননি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ম্যুরালের ওপরে তাদের রাগ-ক্ষোভ।

যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি তাদেরই এমন রাগ-ক্ষোভ থাকার কথা; আমরা সেটাই লক্ষ করেছি। আওয়ামী লীগ অফিস, জাসদের অফিস, থানা ভবন, ভূমি অফিস, জাজেস কমপ্লেক্সে ভাঙচুর দেখলাম।’

তিনি বলেন, ‘ছাত্র ভাইদের জানাতে চাই, যেহেতু সব দাবি মানা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের বাকি দাবিগুলো পর্যায়ক্রমে বিবেচনা করবেন এবং ব্যবস্থা  নেবেন। ইতোমধ্যেই একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তারা নিরপেক্ষভাবে ঘটনাগুলো তদন্ত করবে।’স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ইতিমধ্যে তিনজন পুলিশ, একজন আনসার সদস্য শাহাদাত বরণ করেছেন। শুধু যে রংপুরে একজন ছাত্র শাহাদাত বরণ করেছেন তা-ই নয়, আমাদের অনেক নেতাকর্মী, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, ছাত্রলীগ সেখানেই তারা আক্রমণ করেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা।’

কারফিউ কত দিন থাকবে, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা মোকাবেলায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শিগগিরই সবার সহযোগিতায় আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব।’

সহিংসতায় দুই সাংবাদিক নিহত ও এক নারী সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com