1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

শেরপুরে ৫ আন্দোলনকারী নিহত, বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

শেরপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে অসহযোগ আন্দোলনের প্রথমদিনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসনের বেপরোয়া চলন্ত পিকআপ উঠিয়ে দেওয়া ও পুলিশের ছোঁড়া গুলিতে মোট ৫ শিক্ষার্থী নিহত হয়েছেন।

এরা হলেন- সদর উপজেলার তারাগর কান্দাপাড়া গ্রামের মিরাজ আলীর ছেলে ও আইটি উদ্যোক্তা মাহবুব আলম, শহরের বাগরাকসা মহল্লার বাসিন্দা ও আহসান উল্লাহ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তুষার আহমেদ, শহরের মীরগঞ্জ এলাকার মীম আক্তার, শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়ড়া গ্রামের সবুজ আহমেদ ও ঝিনাইগাতি উপজেলার পাইকুড়া গ্রামের শারদুল আশীস সৌরভ।

অন্যদিকে মীমের মৃত্যুর খবরে খবরে তার মাও মারা গেছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৪ আগস্ট) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

বিকেলে শহরের কলেজ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রশাসন বেপরোয়া গতিতে তাদের গাড়ি উঠিয়ে দিলে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা যায়। পরে লাশ নিয়ে বিক্ষোভকালে পুলিশের ছোঁড়া গুলিতে মারা যায় আরও তিন শিক্ষার্থী। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরের পুলিশ সুপার শপ, আনসারের কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানুর নিউ মার্কেটস্থ দলীয় কার্যালয়, পুলিশ সুপারের বাসাসহ বিভিন্ন স্থানে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। অগ্নিসংযোগ করা হয়েছে শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের মালিকানাধীন আলীশান রেস্টুরেন্টে। বিকেলে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com