লক্সীপুর: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ ও আন্দোলনকারীরা কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মী নিহত হয়েছেন।
এ ছাড়া শতাধিক আহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে অনেকেই মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টা থেকে শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
লক্সীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার (৪ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে (১৯ জেলায়) ১০৬ জন নিহত হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ১১ জন, সিরাজগঞ্জে ২৭ জন (১৩ পুলিশ), নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, বগুড়ায় ৫ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৫ জন, কুমিল্লায় ২ জন, শেরপুরে ৫ জন, জয়পুরহাটে ২ জন, লক্ষ্মীপুরে ৮ জন এবং হবিগঞ্জ, কক্সবাজার, বরিশাল, গাজীপুর ও আশুলিয়ায় ১ জন করে মোট ১০৬ জন নিহত হয়েছেন।