বাংলার কাগজ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘একদফা’ আন্দোলনের মধ্যে সারা দেশে মন্ত্রী, সংসদ সদস্যসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি কোথাও কোথাও আবাসিক ভবন কিংবা অফিসে আগুন লাগিয়ে দেয়। গত শনিবার রাত থেকে রোববার দিনভর এ ধরনের ঘটনা ঘটে।
খুলনা নগরীর শেরেবাংলা সড়কের ‘শেখ বাড়ি’ হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর লোয়ার যশোর রোডের খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া সংসদ সদস্য সালাম মুর্শেদীর বাড়ি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের বাড়িতেও হামলা চালানো হয়েছে।
আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের পর তারা নৌপরিবহন মালিক গ্রুপের ভবনে ভাঙচুর চালায়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল সংগঠনটির সভাপতি। পরে আন্দোলনকারীদের একটি অংশ নগরভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা জেলা পরিষদ কার্যালয়ে প্রবেশ করে সামনে থাকা ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা নগরীর শেরেবাংলা রোডে যুবলীগ নেতা শওকতের বাড়িতে হামলা করে।
রাজধানীর ধানমন্ডিতে পোশাকের পরিচিত ব্র্যান্ড ইয়েলোর শোরুমে আগুন দেওয়া হয়েছে। শোরুমটি পাঁচতলা একটি ভবনে অবস্থিত। চারতলাজুড়ে শোরুম ও ইয়েলো ক্যাফে নামের রেস্তোরাঁ রয়েছে। অন্য তলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়। ইয়েলোর মূল প্রতিষ্ঠান বেক্সিমকোর মালিক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
ঢাকার জুরাইনে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট সানজিদা খানমের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ সময় বাড়ির সামনে অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেয় বিক্ষোভকারীরা। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দীন টিপু ও জেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকির বাসভবনে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এ ছাড়া ভাঙচুর চালানো হয় সদর পৌরসভা কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। শহরের পুরান থানা ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া পূর্ব আদালতপাড়ায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনিরের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ এলাকায় তার মালিকানাধীন পেট্রোল পাম্পেও অগ্নিসংযোগ করা হয়।
কালিহাতীতে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও ঘাটাইলে পুলিশ বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপজেলা পরিষদ এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের দুটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। এ ছাড়া ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ অফিসেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
লালমনিরহাটে আওয়ামী লীগ অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও মিলনায়তনে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। রোববার সন্ধ্যার একটু আগে শহরের পিটিআই রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগ অফিসের সামনে চেয়ার ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ট্রাফিক অফিস, জেলা পরিষদের নবনির্মিত মার্কেট, পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাঙচুর করা হয়। দুপুর দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়ে ভাঙচুর করে।
হবিগঞ্জে জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরের বাড়ি চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে পাঁচতলা বাড়ির প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ পুড়ে গেছে। একই সময় জাহিরের বাড়ি লাগোয়া সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানের বাড়িতেও আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িতে ঢুকে ভেতরে থাকা ক্ষুব্ধদের বুঝিয়ে সরিয়ে আনেন।
ভোলায় বাংলাস্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা মুক্তিযোদ্ধা অফিসে আগুন দেওয়া হয়। এ ছাড়াও নতুন বাজার সংলগ্ন জেলা প্রশাসক কার্যালয়, পৌর সভা অফিস চত্বর এবং বাংলাস্কুল মাঠে ৪০-৫০টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ফরিদপুরে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগ অফিস ও ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে। এ ছাড়া শহরের লাভলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদ ভবনে আগুন ও চকবাজার যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় আন্দোলনকারীরা। এ সময় চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ বক্স ভাঙচুর করে।
বরিশালে ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জজকোর্টের জানালা ভাঙচুর করা হয়।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া রংপুর-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ডিউক চৌধুরী, বদরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক টুটুল চৌধুরীর বাড়ি ভাঙচুর করা হয়েছে।